কি সেবা কিভাবে পাবেন-
ক) মাদকদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ লাইসেন্স প্রদানঃ
খ) মাদকদ্রব্য আমদানী/মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর লাইসেন্স প্রদানঃ
গ) মাদকদ্রব্য খুচরা বিক্রয়ের লাইসেন্স প্রদানঃ
ঘ) মাদকদ্রব্য ব্যবহারের পারমিট (লাইসেন্স) প্রদানঃ
ঙ) মদ বিক্রয়/মদ্যপানের বার লাইসেন্স প্রদানঃ
চ) খুচরা মদ বিক্রয়ের লাইসেন্স প্রদানঃ
ছ)খুচরা মদ বিক্রয়ের অফ লাইসেন্স প্রদানঃ i) পৌর এলাকায় ii) অন্যান্য এলাকায়
জ)প্রিকারসর কেমিক্যালস্ আমদানী/খুচরা বিক্রয়/ব্যবহারের পারমিট লাইসেন্স প্রদানঃ
ঝ) এ্যালকোহল উৎপাদন (ডিষ্টিলারী/বিউয়ারী) লাইসেন্স প্রদানঃ
ঞ) বেসরকারী মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের লাইসেন্স প্রদানঃ
৫। সেবা ও ধাপ সমূহ (ডায়াগ্রামসহ):
লাইসেন্স প্রাপ্তির পদ্ধতিঃ
* সকল লাইসেন্স (ডিনেচার্ড স্পিরিট ব্যতিত) প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে (ফরমটিWWW.dnc.gv.bdওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে) মহাপরিচালক বরাবরে আবেদন করতে হবে।
* মহা-পরিচালক কর্তৃক উপ-পরিচালককে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য আবেদন প্রেরণ।
* উপ-পরিচালক তদন্তপূর্বক প্রতিবেদন আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ করবেন।
* অতিরিক্ত পরিচালক কর্তৃক তদন্ত প্রতিবেদনটি মতামতসহ মহাপরিচালক বরাবরে প্রেরণ করবেন।
* মহা-পরিচালক মহোদয় কর্তৃক লাইসেন্স অনুমোদনপূর্বক ইস্যুর জন্য উপ-পরিচালকের নিকট প্রেরণ।
* আবেদনকারী কর্তৃক নির্ধারিত লাইসেন্স ফি (সিটিজেন চার্টারে উল্লেখিত) বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে মাদকশুল্ক খাতে (১-২২৭৩-০০০০-১০০১) জমা প্রদান পূর্বক চালানের মুলকপি উপ-আঞ্চলিক কর্মকর্তার নিকট জমা প্রদান করা হলে উপ-পরিচালক লাইসেন্স ইস্যু করবেন।
ক) ডিনেচার্ড স্পিরিটের পাইকারী ও খুচরা বিক্রয়ের লাইসেন্স।
লাইসেন্সের জন্য উপ-পরিচালক বরাবরে আবেদন করবেন।
* উপ-পরিচালক তত্ত্বাবধায়ক/পরিদর্শককে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ জানাবেন।
* তত্ত্বাবধায়ক/পরিদর্শক তদন্তপূর্বক প্রতিবেদন উপ-পরিচালক বরাবরে দাখিল করবেন।
* পুলিশ ভেরিফিকেশন প্রাপ্তি সাপেক্ষে আবেদনকারী নির্ধারিত লাইসেন্স ফি (সিটিজেন চার্টারে উল্লেখিত) বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে মাদকশুল্ক খাতে (১-২২৭৩-০০০০-১০০১) জমা প্রদান পূর্বক চালানের মুলকপি উপ-আঞ্চলিক কর্মকর্তার নিকট জমা প্রদান করলে উপ-পরিচালক লাইসেন্স ইস্যু করবেন।
খ) মাদকদ্রব্য বহন-পরিবহন পাস (ডেঞ্জারাস ড্রাগস )
* বহন/পরিবহন পাশ প্রাপ্তির জন্য উপ-পরিচালক বরাবরে আবেদন করবেন।
* উপ-পরিচালক পরিদর্শককে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ জানাবেন।
* পরিদর্শক তদন্তপূর্বক প্রতিবেদন উপ-পরিচালক বরাবরে দাখিল করবেন।
* তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বহন/পরিবহন পাশ ইস্যু করবেন।
গ) মাদকদ্রব্য বহন-পরিবহন পাস (স্পিরিট )
* বহন/পরিবহন পাশ প্রাপ্তির জন্য নির্ধারিত স্পিরিট প্রাপ্তির রাজস্ব চালানের মাধ্যেমে জমাদানপূর্বক ডিষ্টিলারী অফিসার পেশ করলে ডিষ্টিলারী অফিসার বহন/পরিবহন পাশ ইস্যু করবেন।
ঘ) মদ্য পানের পারমিট:
i) বিলাতী মদ ii) দেশী মদ
ঙ) মদ্য পানের পারমিট প্রাপ্তির পদ্ধতিঃ
* বিলাতীমদের/দেশী মদের ক্ষেত্রে নির্ধারিত ফরমে(WWW.dnc.gv.bdওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে)আবেদন করতে হবে। সাথে সিটিজেন চার্টারে উল্লেখিত পরিমান রাজস্ব মাদকশুল্ক খাতে (১-২২৭৩-০০০০-১০০১) জমা প্রদানপূর্বক চালানের মুল কপি, দুই কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও মুসলিম ব্যাক্তিগণ কর্তৃক মদ্যপানের ক্ষেত্রে পারমিট গ্রহণের নিমিত্তে নুন্যতম একজন এ্যাসোসিয়েট প্রফেসর কর্তৃক এ্যালকোহল গ্রহণের যৌক্তিকতা সম্বলিত সনদপত্রসহ উপ-পরিচালক বরাবরে দাখিল করতে হবে। উপ-পরিচালক উক্ত আবেদনটি পরিদর্শক বরাবরে প্রেরণ করবেন। পরিদর্শক তদন্তপূর্বক যাচাই অন্তে তা অনুমাদনের জন্য উপ-পরিচালক বরাবরে প্রেরণ করবেন। উপ-পরিচালকের অনুমোদন সাপেক্ষে পরিদর্শক মুসলিম/ননমুসলিম পারমিট ইস্যু করবেন।
চ) মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদান:
অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রংপুর উপ-অঞ্চলে কোন সরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নেই। তবে অধিদপ্তরের লাইসেন্সধারী ২ (দুই)টি বেসরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে। এছাড়া ঢাকায়৪০ শয্যার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং প্রতিটি ৫ শয্যার চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী নিরাময় কেন্দ্রে মাদকাসক্তদের চিকিৎসা প্রদান করা হয়। নিরাময় কেন্দ্র সমূহের যোগাযোগের ঠিকানা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার টেলিফোন নম্বর নিম্নে উল্লেখ করা হলো
ক্রমিক নং | নিরাময় কেন্দ্রের নাম ও ঠিকানা | ঠিকানা | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার পদবী | ফোন নম্বর |
১। | ফেরা মাদকাসক্ত ও মানসিক ব্যাধি চিকিৎসা কেন্দ্র | শ্যামলী লেন, ধাপ, রংপুর। | মোঃ আলমগীর হোসেন, পরিচালক | ০৫২১-৬২২১৩ |
২। | স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র | আর, কে রোড, রংপুর | মোঃ মনোয়ারুল কাদির মাসুম, ব্যবস্থাপনা পরিচালক | ০১৭১৪-৬৫৫৭৪৭ |
৩। | কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় ও পূর্ণবাসন কেন্দ্র | ৪৪৩, তেওগাঁও, ঢাকা | চীফ কনস্যালটেন্ট | ০২-৯৮৮০২৬৯ |
৪। | চট্টগ্রাম মাদকাসক্ত নিরাময় কেন্দ্র | ১১৫, পাঁচলাইশ আ/এ, চট্টগ্রাম | তত্ত্বাবধায়ক |
|
৫। | রাজশাহী মাদকাসক্ত নিরাময় কেন্দ্র | ২০৪/২, উপ-শহর ক্যান্টনমেন্ট, রাজশাহী। | তত্ত্বাবধায়ক |
|
৬। | খুলনা মাদকাসক্ত নিরায়ম কেন্দ্র | ২, কেডিএ এভিনিউ, ময়লাপোতা রোড, খুলনা | তত্ত্বাবধায়ক |
|
মাদকাসক্ত যে কোন ব্যক্তিবেসরকারী/সরকারী এ নিরাময় কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করা যায়।
গ্রহণ করতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS